মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া মোড়ে আকিজ সিমেন্ট গ্রুপের একটি ট্রাকবেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৮ বছর বয়সী হাবিবা নামে এক শিশুর মা’থা’র উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই হাবিবা মা’রা যায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে আকিজ সিমেন্টের একটি সিমেন্ট বোঝাই ট্রাক বাগারচর এলাকায় আঁকাবাঁকা রাস্তার মাঝে বেপরাগুতিতে চালাতে থাকলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশে অবস্থানকারী হাবিবার একেবারে মাথার উপর দিয়ে উঠিয়ে দেয়।সাথে সাথে হাবিব আর মৃত্যু হয়ে যায়।
এই ম’র্মা’ন্তি’ক ঘটনার জন্য এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষো’ভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়।