সাগর বাদশা (স্টাফ রিপোর্টার): আজ শনিবার বিকেলে সাভার ইয়ামিন চত্বরে ঢাকা জেলা যুবশক্তির আয়োজনে সারাদেশে যুবদলের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি,হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সেজুতি হোসাইন -কেন্দ্রীয় সংগঠক যুবশক্তি, ফারদিন কেন্দ্রীয় সংগঠক যুবশক্তি আবির,আশিক চৌধুরী -সংগঠক,ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি সহ স্থানীয় পযার্য়ের অন্যান্য নেতৃবৃন্দ। সাভার মডার্ন প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাভার বাসস্টান্ড ঘুড়ে ইয়ামিন চত্বরে এসে শেষ হয়। এসময় যুবশক্তির নেতাকর্মীর শ্লোগানে উত্তপ্ত হয় ঢাকা-আরিচা মহাসড়ক।
চাঁদা তোলে সাভারে ভাগ যায় লন্ডনে। এসময় সেজুতি হোসাইন বলেন,সারাদেশে চাঁদাবাজি,বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও হত্যা প্রতিনিয়ন করছে যুবদলের নাম ভাংগিয়ে একদল সন্ত্রাসী গোষ্ঠী।
আমরা চাই প্রশাসন সারাদেশ থেকে এই চাঁদাবাজদের ধরে আইনের আওতায় আনুক,ঢাকায় পাথর মেরে হত্যা কান্ডের অতিদ্রুত বিচার হোক।অতিদ্রুত যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।