মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. মান্নান (৩৪) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশে মাদক অভিযান শুরু হয়েছে, তার এই পরিপ্রেক্ষিতে রায়পুর বিভিন্ন অঞ্চল থেকে মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করেছে বুধবার (১৬ জুলাই) সকালে শহরের কোড়ালিয়া রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে চাঁদপুর সদর আর্মি থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৭৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য আসামীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।