মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর শহরে মা’দ’ক’বি’রো’ধী অভিযান চালিয়ে ২৮ পিস ই’য়া’বা’সহ হ্যাপি (২৮) নামে এক নারীকে আ’ট’ক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আ’ট’ক করা হয়। আ’ট’ক হ্যাপি জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মৃত সাদেক আলীর মেয়ে। জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহেবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আ’ট’ক করা হয়।
তার দেহ তল্লাশি করে ২৮ পিস ই’য়া’বা উ’দ্ধা’র করা হয়। এসআই মোহেবুল্লাহ আরও জানান, আ’ট’ক নারীর বিরুদ্ধে মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। মা’দ’কে’র বিরুদ্ধে জামালপুরে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।