মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করায় জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও এবং শ্রেষ্ঠ পৌর প্রশাসক উভয় ক্যাটাগরিতেই জনাব মো: তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, ইসলামপুর, জামালপুরকে পুরষ্কার প্রদান করেন জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম।
এ সাফল্য ইসলামপুর উপজেলার সকল মানুষের — সকল সহযোদ্ধা, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অক্লান্ত পরিশ্রমের ফল। জনাব ইউএনও এ অর্জনে পাশে থাকা সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।