মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুলাই (মঙ্গলবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এবং প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে পৃথকভাবে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়। প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। এছাড়াও বিকাল ৪টায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।