ভুটানের ঘরোয়া ফুটবল ন্যাশনাল উইমেন্স লিগে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। আজ (মঙ্গলবার) প্রথমবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের ফুটবলাররা। পারো এফসিতে খেলেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া। অন্য দিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলেন রুপনা চাকমা, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকার। দুই দল মুখোমুখি হয়েছিল।
এই ম্যাচে ঋতুপর্ণার দুর্দান্ত নৈপুণ্যে পারো এফসি ৩-১ গোলে হারিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডকে। ম্যাচসেরা হয়েছেন ঋতুপর্ণা চাকমা। এ ম্যাচে ঋতুপর্ণা চাকমা ছাড়াও গোল করেছেন মনিকা চাকমা।
বাংলাদেশের ফুটবলাররা ভুটান নারী লিগে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিলেও এ ম্যাচে হয়েছে কঠিন প্রতিদ্বন্দ্বিতা। এই লিগে অংশ নেওয়া ঋতুপর্ণা প্রথমবারের মতো ম্যাচের সেরা পুরস্কার জিতেছেন।