মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা) : রূপসায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার নিয়োগ উপলক্ষে লটারী আজ ২২ জুলাই অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা খাদ্য নিযন্ত্রক কর্মকর্তা এমএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,আছাফুর রহমান,খুলনা জেলা তাঁতিদল সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস,খুলনা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ নাজিমুদ্দিন শেখ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম,বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম,শ,ম হাসবিবুর রহমান,কবির শেখ,সাজ্জাত হোসেন,মুশফিকুর রহমান সুমন,রনি লস্কর,ফারুক আহম্মেদ,মুস্তাহিন,জিএম হিরোক প্রমূখ।
উক্ত লটারিতে আইচগাতী ইউনিয়নে খাদ্য বান্ধব ৫ জন এবং ওএমএসে ১ জন, টিএসবিতে খাদ্য বান্ধবে ২ জন এবং ওএমএসে ১ জন,নৈহাটিতে খাদ্য বান্ধবে ৬ জন এবং ওএমএসে ১ জন,শ্রীফলতলায় খাদ্য বান্ধবে ৩ জন এবং ঘাটভোগে খাদ্য বান্ধবে ৪ জন ভাগ্যবান ডিলার লটারির মাধ্যমে বাছাই করা হয়। খাদ্যবান্ধবের ডিলার হলেন- আইচগাতী ইউনিয়নে- রাজু মল্লিক, শেখ আসাদুজ্জামান, মো. বাবুল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, শেখ অনিক আর রশিদ।
শ্রীফলতলা ইউনিয়নে- মো. আজমির হোসেন, শেখ মাহমুদ আলম, মো. মারজানুজ্জামান। নৈহাটি ইউনিয়নে- শেখ রয়েল আযম, মো. দিদার আলী, আবু সাঈদ শেখ, আবু সাঈদ গাজী। টিএসবি ইউনিয়নে সুলতানা আক্তার, হালিম হোসেন খান। ঘাটভোগ ইউনিয়নে- মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম পাইক, মো. ফরিদ শেখ, ফারহানা আক্তার কেয়া। তাছাড়া ওএমএস ডিলার হলেন- আইচগাতীতে- নাসিমা খাতুন, নৈহাটিতে- মারুফ শেখ এবং টিএসবিতে- মো. সাইদুল ইসলাম প্রমুখ।