মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

লক্ষ্মীপুর রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে একে পরিবারের তিনজনের মৃত্যু

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২২, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা):  এক মা তাসলিমা বেগম পারিবারিক কলহের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তিন বছরের নিষ্পাপ কন্যা মিতুকে মুখে বিষ ঢেলে হত্যা করেন, তারপর নিজেও বিষ পান করেন।

দুজনেই মারা গেলেন।তাসলিমা কারও মা, কারও স্ত্রী, কারও মেয়ে ছিলেন। কিন্তু একসময় মনে হয়েছে, আর কেউ তার পাশে নেই। পরিবার তাকে বুঝতে চায়নি, সমাজ তাকে আগলে রাখেনি, রাষ্ট্র তাকে আশ্বস্ত করতে পারেনি।

আর সেই অব্যক্ত যন্ত্রণার বিস্ফোরণ ঘটেছে বিষের এক গ্লাসে। তিন বছরের শিশুটির কী দোষ ছিল? মায়ের কোলেই তার নিরাপত্তা, অথচ সেই কোলেই সে আজ চিরবিদায় নেয়। একটি পরিবারে কলহ হতে পারে। কিন্তু সেই কলহ যদি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনে, তবে তা আমাদের সবার ব্যর্থতা। সমাজ, পরিবার, আইন, প্রতিবেশী সবাই মিলে একটি মানুষকে বাঁচাতে পারিনি।

আমরা এখন শুধু কাঁদি, বিচার চাই। কিন্তু ভবিষ্যতে আরেক তাসলিমা যেন এই পথ না বেছে নেয়, সেই দায়িত্বটা আমাদের নিতে হবে।এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের আত্মার মৃত্যু।

সর্বশেষ - সংবাদ