স্বাধীন কাগজ ডেস্ক: বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নেতা আক্তার হোসেন খান তাঁর ধারাবাহিক জনসেবামূলক কার্যক্রমের জন্য ঝালকাঠি জেলার নেছারাবাদসহ বৃহত্তর এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। ২০২৩ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর চলমান সহায়তা, আক্তার হোসেন খানের মানবহিতৈষী উদ্যোগগুলো সাধারণ মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের কর্মজীবনের পাশাপাশি আক্তার হোসেন খান বরাবরই সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। দীর্ঘ বছর ধরে তিনি সমাজের পিছিয়ে পড়া এবং অভাবী মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তাঁর এই জনহিতকর কার্যক্রম শুধু স্থানীয় পরিসরেই নয়, বিভিন্ন দুর্যোগকালীন সময়েও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সাম্প্রতিক জনসেবামূলক উদ্যোগসমূহ:
- ২০২৩ সালের বন্যা পুনর্বাসন: গত বছর নেছারাবাদ ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে, আক্তার হোসেন খান ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য, পানীয় জল, ঔষধ এবং আশ্রয়ণ সামগ্রী দিয়ে সহায়তা করেন, যা দুর্যোগ কবলিত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে আনে। তাঁর এই দ্রুত পদক্ষেপ স্থানীয়দের কাছে অত্যন্ত প্রশংসিত হয়।
- শিক্ষা খাতে অবদান: শিক্ষা প্রসারে আক্তার হোসেন খানের অবদান অনস্বীকার্য। তিনি নিয়মিতভাবে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করে থাকেন। বিশেষ করে, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে তিনি বৃত্তি প্রদানসহ বিভিন্নভাবে সহায়তা করছেন। অনেক শিক্ষার্থীর পড়াশোনার খরচ বহন করে তাদের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
- স্বাস্থ্যসেবা উন্নয়ন: এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও আক্তার হোসেন খান সক্রিয়। তিনি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহে সহায়তা করেছেন এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন সময়ে তিনি স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতেও পৃষ্ঠপোষকতা করেছেন।
- ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা: মসজিদ, মন্দির, ঈদগাহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের অবকাঠামো নির্মাণ ও সংস্কারেও তাঁর উদার সহায়তা রয়েছে। তিনি বিশ্বাস করেন, সমাজের সামগ্রিক উন্নয়নে সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিহার্য।
স্থানীয় বাসিন্দারা আক্তার হোসেন খানের জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, “আক্তার হোসেন খান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। যেকোনো প্রয়োজনে আমরা তাকে আমাদের অভিভাবক হিসেবে পাই।”
নেছারাবাদের আপামর জনসাধারণ আক্তার হোসেন খানের এই নিরলস জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করে এবং আশা প্রকাশ করে যে, ভবিষ্যতে তিনি আরও বৃহত্তর পরিসরে সমাজের উন্নয়নে অবদান রাখবেন।