এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): “মাদকমুক্ত সমাজ চাই” স্লোগানে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামের বদ্ধভূমিতে মাদকের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগণ।
স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে, পশু সেইজন…. সোনার বাংলায় প্রত্যেকটা অঞ্চলে,প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মাদক নির্মুল সহ সকল প্রকার কুকর্ম নির্মুলের প্রতিবাদ গড়ে তুলুন।
বাংলাদেশের আইন প্রশাসনকে আমরা সবাই সহযোগিতা করতে এগিয়ে আসুন। এই স্লোগানে আসুন আমরা সবাই এগিয়ে যাই এক সংগে।