বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

খুলনায় রুপসাঘাটে নিয়ম না মেনেই চলছে ট্রলার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২৪, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  খুলনা জেলায় ঐতিহ্যবাহী রূপসা ঘাটে কোন প্রকার নিয়ম নীতি ছাড়াই চলছে ট্রলার, যুগের পর যুগ ধরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় এরা সুবিধা ভোগ করে আসছে।

আওয়ামী লীগ-বিএনপি, জামাত সব দলের নেতাকর্মীরাই এদের হাতের মুঠই থাকে, করে দেয় সকল সুবিধা। জানা গেছে পূর্ব রূপসার এই ঘাট এলাকার কিশোর গ্যাং এর নেতৃত্ব দিচ্ছে এই ঘাটের মাঝিরা। ঘাট পারাপারে এরা নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহন করছে। আর অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে দুর্ঘটনা ঘটেই চলেছে।

এদিকে গত কাল রাতে নদীতে পড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম আবু রায়হান (৬), তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর গ্রামে। দীর্ঘদিন ধরে রূপসা ঘাট এলাকায় একের পর এক নৌকা থেকে মানুষ নদীতে পড়ে মৃত্যু হলেও এ ব্যাপারে ঘাটের মাঝিদের কোন মাথা ব্যাথা নেই, প্রশাসনিক কোন হস্তক্ষেপও নেই। আর প্রশাসনিক কোন হস্তক্ষেপ না থাকার কারণে সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে যাত্রী প্রতি ভাড়া যেমন বেশি আদায় করছে, ঠিক তেমনিভাবে অতি লোভের কারণে যাত্রীও নিচ্ছে অনেক বেশি, যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে। রুপসা ঘাটে ট্রলার চালানোর জন্য যেমন কোন কাগজপত্র লাগেনা,তেমনিভাবে কোন প্রশিক্ষণ ছাড়াই অপরিপক্ক লোক দ্বারা এই ট্রলার চালানোর কারণে ট্রলার থেকে একের পর এক লোক নদীতে পড়ে ডুবে করুন মৃত্যুর ঘটনা ঘটছে।

এই ঘাটে ট্রলারে যাত্রী নেওয়ার কোন নিয়ম-কানুন না থাকায় তারা তাদের ইচ্ছা মতো যাত্রী নেওয়া এবং ভাড়া আদায় করা সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে আসছে নির্ভয়ে। যেন দেখার কেউ নেই, আর এই কারণে যাত্রীরা তাদের কাছে জিম্মি হয়ে আছে।

তাই সাধারণ মানুষের দাবী রূপসাঘাটে ট্রলার মাঝিদের ওপরে নির্দিষ্ট কিছু নিয়ম তৈরি করে দিলে সাধারণ মানুষ উপকৃত হবে। সাথে সাথে পল্টনের মেরামত অথবা নতুন পল্টন তৈরি করে দিলে সাধারণ যাত্রীদের উপকার হবে।

সর্বশেষ - সংবাদ