মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): সকাল থেকে চরবংশী ইউনিয়নের এলাকা থেকে জামাতে ইসলামীর কর্মীবৃন্দিগণ উপস্থিত হয়ে ইউনিয়ন কার্যালয়ে জড়ো হয়েছে।
উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের নেতৃবৃন্দ গন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়পুর উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের উদ্যোগে কমী সমাবেশের অনুষ্ঠিত।
প্রধান অতিথি – জেলা জামায়াতের জেলাশুরা ও কর্মপরিষদ সদস্য, মাওলানা সরদার সৈয়দ আহমেদ, বিশেষ অতিথি , রায়পুর উপজেলা শাখার আমীর, মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা, রায়পুর উপজেলা সেক্রেটারী, অ্যাডভোকেট ,আব্দুল আউয়াল রাসেল। আরো অন্যান্য ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।