এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): ঐতিহ্যবাহি নেছারাবাদ উপজেলাধীন আটঘর- কুড়িয়ানা পেয়ারা বাগানে আগত পর্যটকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আটঘর- কুড়িয়ানা পেয়ারা বাগান একটি প্রাকৃতিক ও পরিবেশ সংবেদনশীল এলাকা। এ অঞ্চলের পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগনের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা আমাদের সকলের দ্বায়িত্ব।
কোনো ধরণের বাদ্যযন্ত্র লাউডস্পিকার সাউন্ড ব্যবহার করা উচিত নয়। কিন্তু আমরা তার বিপরীত করি। পেয়ারা বাগানে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক আগমন করেন। তাই প্রত্যেককে অশ্লীলতা পরিহার করে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে।
আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় এটা পরিবার থেকে শিক্ষা নিতে হয়। কুকুরের পেটে কুকুর, গরুর পেটে গরুর হয় আর মানুষের পেটে মানুষের হয় না মানুষ তৈরি করতে হয়।
পর্যটন এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং এলাকার সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।