শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ঈশ্বরীপুরে উন্নয়ন বঞ্চিত ২নং ওয়ার্ড, কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ২২, ২০২৫ ১:২২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

নিজেস্ব প্রতিবেদক : সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মানুষ আজও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে অবকাঠামোগত উন্নয়নের অভাবে এখানকার বাসিন্দাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই এলাকার মাটির রাস্তা কাদায় পরিণত হয়। ফলে শিশু-কিশোরদের বিদ্যালয়ে যাওয়া এবং সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হয়।
বিশেষ করে ১৫১ নং দক্ষিণ ধূমঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এন্ড কাম সাইক্লোন শেল্টার-এর কানেক্টিং রাস্তাটি দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, কর্মঠ ও পরিশ্রমী হওয়া সত্ত্বেও অবকাঠামোগত সমস্যার কারণে তারা আজও পিছিয়ে আছে। তাদের দাবি, শ্যামনগরে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার সুদৃষ্টি পড়লেই এই এলাকার চিত্র পাল্টে যেতে পারে।
স্থানীয়রা বলেন, বর্ষার মৌসুমে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাই। তবে সবচেয়ে বড় সমস্যা হলো জরুরী অসুস্থ রোগীর ক্ষেত্রে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, হৃদরোগে আক্রান্ত রোগীসহ অনেকেই কাদা মাটিতে ভরা এই রাস্তায় শহরে পৌঁছাতে না পেরে, বিনা চিকিৎসায় মারা যায়। এই রাস্তায় হাঁটা মানে প্রতিদিন কষ্টের সমুদ্রে ডুবে থাকা। উন্নয়নের আলো যদি গ্রামে পৌঁছায়, তবে এই রাস্তা যেন তার প্রথম সাক্ষী হয়। আমরা শুধু একটি সহজ রাস্তা চাই।” এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - সংবাদ