এমদাদুল হক মিঠু (কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা): নান্দাইল ময়মনসিংহ ময়মনসিংহে নান্দাইলে সজীবুল ইসলাম সজীব নামে এক ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু হয়েছে ঘটনাটি গত ৬জুন ২০২৫ তারিখে ঘটে। জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর তারঁ নিজ এলাকা পরিদর্শন করতে যান নেত্রকোনায়।
নেতার প্রতি ভালোবাসার টানে ফুলের শুভেচ্ছা জানাতে যান ময়মনসিংহ থেকে বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ। সেদিন নান্দাইল এর যুবদল নেতা মারুফ হাসানের নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল শুডাউন মাধ্যমে নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়। তখন নান্দাইলে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুডাউনে যোগদান করে। অংশগ্রহণ করেছিলেন নান্দাইলে মুসল্লী ইউনিয়নের ছাত্র দলের নেতা সজীব সহ আরো অনেকেই।
তারা সফলভাবে নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া আসার পথে ঈশ্বরগঞ্জ কানারামপুর ময়মনসিংহ রুটে মোটর সাইকেলের সংঘর্ষে সড়ক দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে ৭ নং মুসুল্লী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম পায়েল ও সহ সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম সজীব গুরুতর আহত হয়। তাৎক্ষণিক নান্দাইলের যুবদল নেতা মারুফের দায়িত্বে ঢাকা কমফোর্ট মেডিকেল হাসপাতালে এডমিট করানো হয় দীর্ঘদিন চিকিৎসা চলমান থাকার পর চিকিৎসা অবনতিতে গতকাল ২৮ জুলাই আইসিউ ইনটেরসিভ কেয়ার ইউনিটে বিশেষ চিকিৎসার জন্য নেয়া হয়।
কিন্তু জীবনের মায়া ত্যাগ করে আজ সকাল ১০ ঘটিকায় ২৯।৭।২০২২৫ ইং তারিখে ঢাকা কমফোর্ট হাসপাতাল মৃত্যুর সাথে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমেছেন। নিহত সজীব (১৯) মুসুল্লী কলেজের ২০২৩-২০২৪ সেশনের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন। সে মুড়াগালা গ্রামের আবুল মিয়ার ছেলে। তার মৃত্যুতে নান্দাইলে বিএনপি প্রত্যেক স্তরের নেতাকর্মী ও বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে সে অজস্র আত্মীয়-স্বজন গুণ – গাহি রেখে গেছেন