শ্রী লাল চাঁদ শীল (কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা ): ডিমলা উপজেলা সদরে একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সকাল আট ঘটিকার দিকে উপজেলার টিএনটি রোডে অবস্থিত” মেসাজ বক্কর অ্যান্ড সন্স মিনি পেট্রোল পাম্প “-হঠাৎ আগুন লাগলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় লোকজন আত্মরক্ষার জন্য চতুর্দিকে ছুটেছুটি শুরু করে। দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়।
প্রাথমিকভাবে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে পার্শ্ববর্তী উপজেলা ডোমার, জলঢাকা এবং নীলফামারী সদরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে অতিরিক্ত অগ্নি নির্বাপক ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পাম্প টিতে বিপুল পরিমাণ পেট্রল,অকটেন, ডিজেল, সয়াবিন, তেল মোটরসাইকেল, অটোরিক্সা, ব্যাটারি চালিত সহ বিভিন্ন মালামাল সংরক্ষিত ছিল,যাহা আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
তবে পাম্প কর্তৃপক্ষ দাবি করেন আগুনে পুড়েছে প্রায় কোটি টাকার উপরে হয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দাহ্য পদার্থের অসাবধানতা জনিত কারণে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।