এম,শাহজাহান (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা এডভোকেট এরশাদ আলম জর্জ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ’রা হলেন, শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের সামছুলের ছেলে বকুল মিয়া একই গ্রামের জয়নদ্দিনের ছেলে আসাদুল্লাহ, খড়িয়া কাজীরচর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে সবুজ হাসান সম্রাট (১৮) ও উত্তর খড়িয়া কাজীরচর গ্রামের গনি মিয়া।
৬ জুন শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের লোকজনের খোঁজ খবর নেন। তিনি, বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের কবর জিয়ারত ও পথিমধ্যে ওই এলাকার একটি মসজিদে পবিত্র জূম্মার নামাজ আদায় করেন।
এডভোকেট এরশাদ আলম জর্জ ঈদ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের বলেন, বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর ৩১দফা বাস্তবায় ও দলীয় হাইকমান্ডের নির্দেশে তার ব্যক্তিগত তহবিল থেকে এসব পণ্যসামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল, ২৫কেজির একবস্তা চাউল, সোয়াবিন তেল, সেমাই, চিনি, পাউডারদুধ,ও গোসলের সাবান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫ শেরপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এডভোকেট এরশাদ আলম জর্জ সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম আইনজীবী। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্য ও হতদরিদ্র মানুষের সাহায্য সহযোগিতাই তার নৈতিক দায়িত্ব।
এসময় খড়িয়াকাজীর চর ইউনিয়ন বিএনপির ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ শাহিন (এল,এল,বি) গোসাইপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, কাজীর চর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাকারিয়া (বাবু) কুড়িকাহনিয়া শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, শ্রমিক দলের সভাপতি। আলাল উদ্দিন, মোঃ শিমুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।