শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

আপেল বাগান খ্যাত আটঘর-কুরিয়ার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়াহান মাহমুদ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা):  ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ (০১ আগস্ট, ২০২৫) নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত নির্দেশনা বাস্তবায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রায়হান মাহমুদ কর্তৃক মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি উচ্চ শব্দ (লাউড স্পিকার) জব্দ করা হয় যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য ভ্রমনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণ সম্ভব হয়। এ সময় আগত ট্যুরিস্টদের এই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সচেতন করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এই অভিযান অব্যাহত থাকবে এমনটাই বলেছেন, জনাব মোঃ রায়হান মাহমুদ (ম্যাজিস্ট্রেট)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭/৭/২০২৫ বিজ্ঞপ্তি দেন আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগানে আগত পর্যটকদের সদয় অবগতির জন্য নির্দেশ প্রদান করেন। আটঘর কুড়িয়ানা বাগান একটি প্রকৃতিক ও পরিবেশ সংবেদনশীল এলাকা। এই অঞ্চলের পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের কর্মপরিবেশ বজায় রাখতে হবে সকলের।

সর্বশেষ - সংবাদ