শনিবার , ২ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

চোরাই মালামালসহ ১চোর আটক

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ২, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  গত ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা গোলকধাম মোড় এলাকায় চেতনা নাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে বাদীর বসতবাড়ি হতে অজ্ঞাতনামা চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়। তৎপ্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-০৫, তারিখ-০৮/০৭/২৫ খ্রিঃ ধারা-৩২৮/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।

ঘটনার তদন্তে নেমে দৌলতপুর থানা পুলিশ চোরকে সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই ২০২৫ তারিখ জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন সূর্যনগর পূর্বপাড়া উকিল এলাকায় অভিযান চালায়।

অভিযানে চোর রাজু, রানা মির্জা (৪১), পিতা-সাপ্পু মির্জা, সফি মৃধা, সাং-সূর্যনগর পূর্বপাড়া, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, এ/পি সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করা হয়।

তার হেফাজত হতে চুরি করে নিয়ে যাওয়া ১ টি হ্যান্ড ফ্যান, ১ টি সাউন্ড বক্স, ১ মোবাইল ফোন এবং নগদ অর্থ ১ লক্ষ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যান্য চোরদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - সংবাদ