মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনায় ৩ জন পুলিশ সার্জেন্ট এবং ১৪ জন পুলিশ কনস্টেবল বদলী সূত্রে যোগদান করায় জনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের ভূমিকা, সদাচরণ ও নৈতিকতা বজায় রাখা ও বৃদ্ধির লক্ষ্যে “পেশাদারিত্ব ও মান উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স” এ হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
সদ্য যোগদানকৃত উক্ত পুলিশ সদস্যদেরকে লটারির মাধ্যমে হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন থানা/ফাঁড়ি/ক্যাম্পে পদায়ন করা হয়। এসময় পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদেরকে নির্দেশনা প্রদান করেন।