শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

পপির পাশে দাঁড়ালেন নায়ক ওমর সানী

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

হঠাৎ করে স্বামী-সন্তান প্রকাশ্যে আসা এবং পৈতৃক জমিকাণ্ড নিয়ে দীর্ঘদিন পর তুমুল আলোচনায় ঢাকাই সিনেমার এককালের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি।

 

সম্প্রতি তার মা ও বোন অভিযোগ তুলেছেন, পপি তার স্বামীকে নিয়ে পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করছেন।

ব্যক্তিগত জীবন ও মা-বোনের এমন অভিযোগের কারণে সামাজিক যোগামাধ্যমে পপিকে নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা।

 

শুক্রবার এ নিয়ে এক ভিডিও বার্তায় মুখও খুলেছেন অভিনেত্রী। আর এবার তার পাশে দাঁড়ালেন অভিনেত্রীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নায়ক ওমর সানী।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর সানী পপির ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন।

এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা-সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা, কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।

 

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ভালো লাগলো দুঃসময়ে এমন করে পাশে থাকার জন্য। এটাই একজন শিল্পীর গুণাবলী। পপিসহ আপনার পরিবারের সবার প্রতি রইল দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন আমিন।

 

আরেকজন লিখেছেন, মানুষের বাইরের হাসিখুশি চেহারার মধ্যে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। কেউ সহজেই প্রকাশ করে, আবার কেউ করে না।

অন্য একজন লিখেছেন, পরিবারের জন্য অনেক কিছু করেছেন তিনি। তবে পরিবার বিশ্বাসঘাতকতা করেছে।

 

প্রসঙ্গত, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানী। সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত