লাল চাঁদ শীল (কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা): প্রায় এক মাস চার দিন ব্যাপী, সৈয়দপুরে এই মেলা চলছে। প্রতিদিন এক কোটিরও অধিক পরিমাণে টাকার টিকিট বিক্রি করছে।
গ্রামের ছোট ছোট বাজার গুলিতে ঘুরে দেখা গেছে ক্ষুদ্র আয়ের মানুষ গুলি টিকিট ক্রয় করছে। তারা হচ্ছে রিকশাওয়ালা ভ্যান চালক দিনমজুর চায়ের দোকানের কর্মচারী কামার কুমার তাঁতি জেলে দরিদ্র সীমার নিচে যাদের বাস।
নিঃস্ব হয়ে যাচ্ছে এই টিকিট ক্রয় করে তারা। প্রতিদিন একেকজনে ৩০০ থেকে ৪০০ টাকার করে টিকিট ক্রয় করে।পরে তাদের বাজার করার টাকা থাকেনা অনেকের।
আজ বিক্রেতার সাথে কথা বলে জানা গেল যে তারা নীলফামারী জেলার সাংবাদিক প্রশাসন এবং সকল মিডিয়াকে তারা টাকা দেয়,
এই কারণে প্রতিদিন নির্দ্বিধায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাঁধা দেওয়ার মতন কেউ নেই, নিঃস্ব হয়ে যাচ্ছে খেটে খাওয়া মানুষজন।