মোহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুর, দেওয়ানগঞ্জ উপজেলা জিঞ্জিরাম নদীতে ধরা পড়লো বিরল গাঙ্গেয় ডলফিন। প্রাণীটির সম্ভাব্য পরিচয়: নাম: গাঙ্গেয় ডলফিন ইংরেজি নাম: Ganges River Dolphin বৈজ্ঞানিক নাম: Platanista gangetica পরিচিতি: এটি একটি দুর্লভ ও বিপন্ন প্রজাতির নদীর ডলফিন, যা সাধারণত গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং তাদের উপনদীতে পাওয়া যায়।
অল্প পানিতেই জেলেদের জালে ধরা পরল এ বিরল প্রজাতির ডলফিন টি। তার ধারাল দাঁতের করাল গ্রাসে মুহূর্তের ভিতর ছেলেদের জালকে ছিন্ন ভিন্ন করে চোয়ালের একপাশে আটকে যায়।
স্থানীয় লোক বিরল প্রজাতির এই ডলফিন কে উপজেলা প্রাণিসম্পদ এর তত্ত্বাবধানে পুনরায় নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়।