রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পালটা ধাওয়া, বিজিবি মোতায়েন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ২৬, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন।দুইপক্ষের মধ্যে ইট পাটকেল ও ধাওয়া-পালটা ধাওয়ায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এএফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় স্যার এএফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন।

এ সময় দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়।এ অবস্থায় ঢাবি এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় প্রায় ২০০ শিক্ষার্থী পাঁচ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এতে সায়েন্স ল্যাব এলাকা, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ।

জানা গেছে, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ের সামনে যান। অধ্যাপক মামুন আহমেদ দুই-তিনজন প্রতিনিধিকে তার কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করেন। তবে সে অনুরোধ উপেক্ষা করে সবাই কার্যালয়ের ভেতরে ঢোকেন। এসময় ‘মব’ সৃষ্টি অধ্যাপক মামুন তাদের সঙ্গে আর কথা বলেননি। পরে এর প্রতিক্রিয়ায় সেখান থেকে তারা বেরিয়ে অবরোধ শুরু করেন।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ ইউনিটের দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে দেখা করেন। শিক্ষকেরা নাকি তাদের কথার কোনো গুরুত্ব দেননি। এরই প্রতিবাদে তারা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করেন।

সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আগামী ১ ঘণ্টার মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ সাত কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাও করবে।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণহত্যায় জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে

দেশে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

ঝিনাইগাতীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংস্কার নিয়ে যা বললেন তারেক রহমান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

ঝিনাইগাতীর রাজগঞ্জ ভূমি অফিসের প্রতিবেদনে জমি হারানোর আশঙ্কায় এক পরিবার

তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যুব ও ক্রীড়া উপদেষ্টার কুমিল্লা ও নোয়াখালী সফর

প্রধান উপদেষ্টার সঙ্গে বান কি মুনের সাক্ষাৎ

ঈদ-উল-আযহা-২০২৫ খ্রি: উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় প্রস্ততিমূলক বিশেষ সমন্বয় সভা