মোঃ ইউসুফ আলী ( মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশবাসী সাংবাদিক নির্যাতন রোধে সাংবাদিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০আগস্ট) দুপুরে মাদারগঞ্জ অডিটোরিয়াম চত্বরে উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহসভাপতি আব্দুল আজিজ জামালী, সাধারণ সম্পাদক রফিকুল বারী, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক আকন্দ সোহাগ, অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুসা, সদস্য মাজহারুল ইসলাম মিন্টু, আব্দুর রহিম, ইউসুফ আলী।
বক্তারা তাদের বক্তব্যে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা একটি ভয়াবহ ও ন্যাক্কারজনক ঘটনা, যা কোেনাভাবেই স্বাধীন ও গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায় না।
এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়, এটি মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার ওপর সুস্পষ্ট আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।