এইচ এম শওকত ওসমান (টেকনাফ উপজেলা সংবাদদাতা): সীমান্ত উপজেলা টেকনাফ কে নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। আমরা টেকনাফবাসী মাদকের দুর্নাম থেকে মুক্ত হতে চাই,বেকারত্ব দুর করতে চাই, চাই কর্মসংস্থান। পর্ব ৩। টেকনাফের পর্যটন স্পষ্ট গুলো উন্নয়ন করা খুবই জরুরি। এ বিষয়ে পর্যটন মন্তনালয় কে এগিয়ে আসতে হবে।
টুরিস্ট জোনের কাজ এগিয়ে নিয়ে দ্রুত সময়ে এর উদ্বোধন করতে হবে। খুলে দিতে হবে বন্ধ থাকা করিডোর ও বন্দর। এ ছাড়া কক্সবাজারের মত প্রবাল সমৃদ্ধ টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের মাথা ভাঙা, শীলখালী, কচ্ছপিয়া ও জীরো পয়েন্টে টুরিস্ট স্পষ্ট গড়ে তুলতে হবে।
প্রতিটি পর্যটক স্পষ্ট যেমন হোয়াইক্যং এর কুতুম গোহা,সমুদ্র সৈকত, শাহপরীর দ্বীপ ও টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া জেটি, হ্নীলা দমদমিয়া ন্যাচার পার্কে নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। ইহার পাশাপাশি সকল ক্ষেত্রে টেকনাফের চাকরিতে টেকনাফ উপজেলার শিক্ষিত যুবক যুবতিদের কে নিয়োগ দিতে হবে। জাইকার বড় বড় প্রকল্প সঠিকভাবে করতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর হতে অনেক দল ক্ষমতায় ছিল।
কিন্তু কোন জনপ্রতিনিধি জাতীয় সংসদে দাঁড়িয়ে টেকনাফের সমস্যা, সম্ভাবনা, বেকারত্ব দুরিকরন,, নতুন, নতুন প্রকল্প নেয়নি। সামনে জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন একজন এমপি চাই যিনি টেকনাফের জনসাধারের কল্যাণ,বন্ধ হওয়া করিডোর, বন্দর খুলে দেওয়ার ব্যবস্তা গ্রহন করবে। সে যে দলের হউক না কেন।