শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

যুব প্রতিনিধি সমাবেশ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৫, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  সামন্তসেনা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগ যুব প্রতিনিধি সমাবেশ আয়োজিত। শুক্রবার বাদ আসর সামন্তসেনা রেলওয়ে ক্রসিং মোড়ে ৯নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হাবিবুল্লাহ ইমন- সেক্রেটারি রূপসা উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দিন- আমির ৩নং নৈহাটি ইউনিয়ন। উপস্থিত ছিলেন ৪নং টিএসবি ইউনিয়ন জামায়াত নেতা- মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। আহ্বায়ক হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন- ৯নং ওয়ার্ড সেক্রেটারি তৌহিদুল ইসলাম শেরশাহ। বায়তুল মাল সম্পাদক- আল আমিন এর সঞ্চালনায় যুব প্রতিনিধি সমাবেশে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের যুব কমিটির সভাপতি মিজান সরদার।

শ্রমিক ইউনিটের সভাপতি শাহজাহান হাওলাদার সহ জামায়াত কর্মী শাহীন সরদার, আউয়াল খান এবং ৯নং ওয়ার্ডের জামায়াত অনুরাগী আঃ বারিক হাওলাদার, আকরাম হোসেন, নিয়ামত শেখ, ইয়াসীন শেখ প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হাবিবুল্লাহ ইমন যুব সমাজকে ইসলামী মানদণ্ডে জীবন পরিচালনার দিক নির্দেশনা দিয়ে বলেনঃ ৫ই আগস্টের রক্তস্নাত স্বাধীনতাকে সমুন্নত রাখতে যুবশ্রেণীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে।

আসন্য নির্বাচনে সৎ যোগ্য ও ইসলামী আদর্শে আলোকিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামকে বিজয়ী করে এই জনপদের মানুষের অধিকার বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানান। পরিশেষে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - সংবাদ