আশীষ বিশ্বাস (নীলফামারী জেলা সংবাদদাতা): জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাশিনাথপুর গ্রামের হা যে জীপাড়া থেকে ডালিয়া মহাসড়ক পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না করার ফলে রাস্তাটি ভেঙ্গে বিধ্বস্ত হয়ে পড়ায় জন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। হাজীপাড়া, গোঙ্গোপাড়া সহ চারটি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ এই রাস্তা দিয়েই চলাচল করে থাকে।
চলতি বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের ফলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ভ্যান অটো চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে জরুরী রোগীসহ প্রয়োজনীয় মালামাল পরিবহনে সমস্যা মারাত্মক সমস্যা হচ্ছে।
জরুরী প্রয়োজনে মাথায় করে মানুষ মাথায় করে বিভিন্ন মালামাল পারাপার করছে। স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন যাবত রাস্তাটিতে মাটি ভরাট ও মেরামত না করার ফলে রাস্তাটি মানুষের চলাচলের সম্পুর্ন অনুপযোগি হয়ে পড়েছে। ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কাছে বারবার অনুরোধ করা সত্বেও তারা রাস্তাটির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহন করে নাই।
গোঙ্গোপাড়া গ্রামের অধিবাসী ব্দ্ধ মোজাম্মেল হক বলেন, রাস্তাটি অনেক প্রাচীন। আমরা ছোটোবেলা থেকেই এই রাস্তা দিয়েই চলাচল করি। কিন্ত রাস্তাটি কখনও মেরামত করা আমরা দেখি নাই। রাস্তাটি মেরামতের অভাবে এখন পায়ে হেটেও এই রাস্তায় পারাপার করা যাচ্ছে না।
এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সদয় সুদৃষ্টি আকর্ষন করছি।