তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): নেত্রকোণার আটপাড়া উপজেলায় পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ইকো ব্লক থেকে তৈরি করা শুরু হয়েছে। প্রচলিত পোড়া ইটের বিকল্প হিসেবে এই ব্লক ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং নির্মাণ বর্জ্য থেকে তৈরি করা হয়। এখানে ৪ ধরনের ব্লক তৈরি করা হয়। আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর কবরস্থানে পাশে “শাহ সুলতান ইকো ব্লক” প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নেত্রকোণা জেলায় আরো দুটি ইকো ব্লকের প্রতিষ্ঠান রয়েছে।
ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি উর্বর কৃষিজমি নষ্ট হচ্ছে মাটি কাটার কারণে। এ অবস্থায় বিকল্প হিসেবে ইকো ব্লক একটি টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে দেখা দিয়েছে।এর স্থানীয় উদ্যোক্তা মো. এয়াকুব বলেন, “ ইকো ব্লক উৎপাদন শুরু করার পর থেকেই তিনি ভালো সাড়া পাচ্ছেন। এই ব্লক মজবুত, সাশ্রয়ী এবং দ্রুত নির্মাণে সুবিধাজনক।
সবচেয়ে বড় কথা, এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।” এখন পর্যন্ত তিন ধরনের ব্লক তৈরি করা হয় । এছাড়াও গ্রাহক যে কালার চায়বে সেভাবেই দেওয়া যাবে। ইতিমধ্যে সরকারি বেসরকারি সকল কিছুতেই এ ব্লক ব্যবহার করা হচ্ছে। তবে ভবিষ্যতে আরো উৎপাদন বাড়বে বলে আশা করেন।