মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার টিএসবি ইউনিয়নের গাজীর দোকান মোড়ে ৩নং ওয়ার্ডের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর ডাঃ রেজাউল করিম খান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, ওলামা বিভাগের সভাপতি মাওঃ ইব্রাহিম খলিল ফারুকী, শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবুল বাশার গাজী, যুব বিভাগের সভাপতি সাফিয়ার রহমান।
ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি তামিম বাদশার সভাপতিত্বে ও সেক্রেটারি মনিরুল ইসলাম খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন উত্তর খাজাডাঙ্গা ওয়ার্ড সেক্রেটারি মুন্সি মনিরুজ্জামান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি দিদার বাদশা, সহ সেক্রেটারি মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।