মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা):জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, জামালপুর আজ জেলা প্রশাসন জামালপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা।
সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন: জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি) সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
পরে, জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।