মোহাম্মদ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা) লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায় একই দিনে সেনাবাহিনীর অভিযানে বশিকপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী আল-আমিনকে আটক করা হয়। তিনি ‘আল-আমিন বাহিনী’র প্রধান এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
সেনা সূত্রে জানা গেছে, আল-আমিন পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের মামলা রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, কদু আলমগীর ও আল-আমিন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের গ্রেপ্তারকে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছে।