রবিবার , ৬ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত আছে: উপদেষ্টা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ৬, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুত আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে খুব শিগগির চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। আগামী মাসে ৫৩ লাখ পরিবারের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। ছয়মাসে প্রতি পরিবার ৩০ কেজি করে চাল পাবে। সেই সময় বাজারে চাপ কমবে। ফলে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছি।

শনিবার যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা জানান, খুলনা বিভাগের ১০ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

চালের বাজারে মূল্য কমছে না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি খাদ্য মজুতের বর্তমান স্থিতিশীলতা বজায় থাকে, তবে শিগগির চালের বাজার সহনীয় হয়ে উঠবে। তবে কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এমনভাবে দাম কমানো যাবে না যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।

উপদেষ্টা বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে সংগ্রহে কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। উপস্থিত ছিলেন খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলা উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভোটের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: নাহিদ

মন্ত্রী-এমপিরা আত্মগোপনে দেশ ছেড়েছেন অনেকে

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ৷

ধামইরহাটের বিভিন্ন ব্যাংকের দায়েরকৃত সার্টিফিকেট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গণশুনানী

খুলনা ফুলতলা উপজেলায় বিএনপি’র সমাবেশ ও প্রতিবাদ সভা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণ কামনা

আগামী সংসদ নির্বাচনে মনোনয়নের প্রার্থীদের তালিকা এখন তারেক রহমানের টেবিলে

ইসকনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

খুলনায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র শোক মিছিল ও পবিত্র আশুরা পালন