শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

বিপদে পড়েছি, সবাই ফোন দিয়ে জানতে চাচ্ছে মারা গেছি কি না

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২৬, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ রুবেল। আজ সকাল থেকেই তাকে নিয়ে শুরু হয় গুজব। সামাজিক যোগাগোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন। বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে।

তবে তার মৃত্যুর সংবাদটি শুধুই গুজব ও মিথ্যা। সুস্থ ও ভালো আছেন ‘লড়াকু’খ্যাত এই নায়ক।

এ ব্যাপারে কথা হলে নায়ক রুবেল গণমাধ্যমে বলেন, ‘কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছে, মারা গেছি কি না। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব।

আমি এখনো ভালো এবং সুস্থ আছি।’

অভিনেতা রুবেল বলেন, ‘বৃহস্পতিবার ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। এ ব্যাপারে তিনি বলেন, অনেকেই শেয়ার করেছেন এটা। এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল।

এ জন্য দুই দিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি।’

রুবেল বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে শুধু জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। আমার স্ত্রীকেও আত্মীয়-স্বজনরা ফোন দিয়ে একই প্রশ্ন করছেন। কেউ বলছেন, দুলাভাই কেমন আছেন। আবার কেউ বলছেন, ভাই-মামা-কাকা কেমন আছেন।

আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদগ্রীব। তবে সবাইকে বলছি, আমি সুস্থ আছি, জীবিত আছি।’

জানা গেছে, ঢাকার নিজ বাসাতেই অবস্থান করছেন নায়ক রুবেল। বাসা থেকে খুব একটা বের হচ্ছেন না। এ ব্যাপারে তিনি বলেন, ‘আসলে এ ধরনের গুজব ছড়িয়ে দেওয়া কাঙ্ক্ষিত নয়। এ নিয়ে পরিবারের সব সদস্যরাই চিন্তিত থাকেন। আপনারা লিখুন, আমি সুস্থ আছি, ভালো আছি। আর বাসাতেই আছি।’

প্রসঙ্গত, ১৯৬০ সালের ৩ মে বরিশালে জন্ম চিত্রনায়ক রুবেলের। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লড়াকু’ সিনেমা ছিল এ অভিনেতার প্রথম সিনেমা। প্রথম সিনেমার মাধ্যমেই বাজিমাত করেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। আর এই সিনেমার মাধ্যমেই কুংফু, কারাতে মার্শাল আর্টের অ্যাকশন দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

বাংলাদেশে আপনার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ: ড. ইউনূসকে স্টারমার

আউটসোর্সিং কর্মীদের সুখবর দিল সরকার

যেভাবে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে

এক সপ্তাহে অ্যাটর্নি জেনারেলসহ ৬৭ আইন কর্মকর্তার পদত্যাগ

রাম গতিতে নিখোঁজের একদিন পর রাজমিস্ত্রির লাশ উদ্ধার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির, যুগ্ম আহ্বায়ক – মাসুকুল ইসলাম রাজিবের গভীর শ্রদ্ধা

বাসায় ফিরলেন খালেদা জিয়া

দি আরব রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইয়াসমিন হোটেলের শুভ উদ্বোধন-