নারায়নগঞ্জ সংবাদদাতা: ইস্কন খেদাও দেশ বাঁচাও, চট্টগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সম্মিলিত সনাতনী জাগরণ জোট (ইসকন) নিষিদ্ধের দাবিতে আগামী শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে – চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
ইস্কনদের প্রতিহত করার জন্য, যে যার যার স্থান থেকে প্রস্তুতি নেওয়ার আহ্ববান জানান রাবিব খান, আল – আমিন বাগ টাগাড় পার গাবতলী পুলিশ লাইন এলাকাবাসী- শুক্রবার জুমার নামাজের পর সময় ২.৩০ মিনিট ইস্কন বিরোধি আনন্দলোন উপস্হিত থাকার জন্য।
৯0% মুসলমানের দেশে যদি মামুনুল হক, কাজী ইব্রাহীম, দেলাওয়ার হোসাইন সাঈদী, বাবুনগরীর মতো ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হয়, যদি শত শত আলেম-ওলামাকে আটক করা যায়, যদি মিজানুর রহমান আজহারীর মতো ব্যক্তিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, তাহলে তুমি চিন্ময় কোন দেশের রাজা তোমাকে গ্রেফতার করা যাবে না হিন্দু ভাইদের প্রতি অনুরোধ, অতিরিক্ত উত্তেজিত না হয়ে ধৈর্য ধরুন।
ইস্কন জঙ্গি স্বৈরাচারের সঙ্গী। তারা মুক্তি চায় তাদেরকে ও গ্রেফতার করা হোক