শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

গাইবান্ধায় মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগ, ৫০ লাখ টাকার ক্ষতি

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ৬, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া চকচকা এলাকায় মজিদুল ইসলাম নামে এক মাছ চাষির পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ৪০ লাখ টাকার মাছ মরে গেছে।

এতে তার অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানান মজিদুল। ক্ষতিগ্রস্ত চাষি মজিদুল ইসলাম পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে ভোররাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, এক বছর আগে তিন একর আয়তনের ৬টি পুকুর লিজ নিয়ে কৈ, শিং, টেংরা এবং পাবদা মাছ চাষ শুরু করেন মজিদুল।

লক্ষাধিক টাকা বিনিয়োগ করে দীর্ঘ সময় ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। পরে তিনি পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে এবং অনেক মাছ ইতোমধ্যে পচে গেছে। পুকুর পাড়ে পড়ে থাকা বিষের ট্যাবলেটের প্যাকেট দেখে নিশ্চিত হন গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি মজিদুলকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত মাছ চাষি মজিদুল ইসলাম বলেন, আমার সব শেষ হয়ে গেল। এখনো মাছের খাদ্যের দোকানে ২০ লাখ টাকা বাকি। কিভাবে এই টাকাগুলো শোধ করব বুঝে উঠতে পারছি না।

সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। শত্রুতা বসত কে বা কারা আমার এত বড় ক্ষতি করল জানি না। তিনি আরও বলেন, প্রতিহিংসার জেরে দুর্বৃত্তরা তার পুকুরের নেট কেটে ভেতরে ঢুকে বিষাক্ত ট্যাবলেট ফেলে মাছগুলো মেরে ফেলেছে। এ ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় ভুক্তভোগী মজিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সংবাদ