বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

শেয়ারবাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে: আমির খসরু

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিগত সময়ে শেয়ারবাজার লুটপাটকারীদের চিহ্নিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা স্টক মার্কেট লুটপাট করে সাধারণ বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে শাস্তি দিতে হবে। তা না হলে এরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজ চালিয়ে যাবে।

বুধবার দুপুরে রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের হলরুমে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেয়ার মার্কেটের ওপর সরকারি নিয়ন্ত্রণ কমিয়ে স্বাধীন কমিশন গঠনের ওপর জোর দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু।তিনি বলেন, শেয়ার মার্কেটকে ডি রেগুলেশন না করা গেলে সামনে এই সেক্টরের অনেক ঝুঁকি রয়েছে। স্টক মার্কেটে যদি স্বচ্ছতা থাকে তবে সাধারণ মানুষ এতে বিনিয়োগে আস্থা পাবে। সেই সঙ্গে ব্রোকার হাউসগুলো কার্যক্রম শুরু করলে সেখানে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

বিএনপি ক্ষমতায় গেলে স্টক মার্কেটকে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামীতে যদি নির্বাচিত সরকার আসে আর আমরা সেই সুযোগ পাই, তাহলে আমরা পুঁজিবাজারকে ধারণ করব। স্বচ্ছতা ফিরে এলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী এমন অনেকেই তাকিয়ে আছেন।

আয়োজনের মূল বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনীতি ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩২২.২ শতাংশ বেশি ঋণাত্মক হতে থাকে। এতে আর্থিক হিসাবের ক্ষত তৈরি হয়েছে।

স্টক মার্কেটে জনগণের মালিকানা, রাজনৈতিক বন্দোবস্ত নির্ধারণ, মধ্যশ্রেণির সুবিধা নিশ্চিতকরণ, সমতাভিত্তিক অর্থনীতি ব্যবস্থা প্রণয়নসহ স্টক মার্কেটকে রাজনৈতিক প্রভাবমুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় প্রাইভেট সেক্টরে বিনিয়োগ মাত্র ৭ শতাংশ জানিয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকি বলেন, ইন্টেরিম গভর্নমেন্টে (অন্তর্বর্তী সরকার) লংটার্ম বিনিয়োগ সম্ভব নয়। স্টক মার্কেটে গত ১৫ বছরে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে। দেড় বছর ধরে পুঁজিবাজার স্থবির। এর পেছনে রাজনৈতিক কারণ ছিল।

তিনি বলেন, পুঁজিবাজারকে বাঁচাতে হলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে ফান্ড আনা প্রয়োজন। বর্তমান কমিশনকে আরও বেশি সক্রিয় হওয়ার পাশাপাশি টাস্কফোর্সের ধীরগতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান।

এ সময় অতিথির মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিজিআইসি পরিচালক শাকিল রিজভী চৌধুরী, সিএসই পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, ডিবিএ সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী প্রমুখ।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে জাতীয় সমবায় দিবস পালিত

নারায়ণগঞ্জ উপজেলার স্বাধীন কাগজ পত্রিকার রিপোর্টার রাবিব ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা

সেলুন উদ্বোধনে হেলিকপ্টারে গেলেন জায়েদ খান

ছাত্র আন্দোলনে ধামইরহাটের শহিদ বায়েজিদের বড় ভাইকে চাকুরী প্রদান

চাকরি ফেরতের দাবি নিয়ে আইজিপির সঙ্গে বৈঠকে পুলিশ সদস্যরা

মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার সদর থানাধীন রামপুর এলাকা থেকে ১৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারি আটক

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া

মঙ্গলবার রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা