মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন: রুমিন ফারহানা

প্রতিবেদক
স্বাধীন কাগজ
এপ্রিল ২২, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা):  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ৩৬ দিনের গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারে আমাদের কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছেন এবং প্রায় ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন।

এসব ঘটনার ন্যায়বিচারহীনভাবে ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা। তার এসব অপকর্মের বিচার একদিন হবেই। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়’ তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের কারণে কারাবরণ করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত ১৭ বছরে দেশে ফিরতে পারেননি। আমরা ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছি, যার জবাব জনগণই দেবেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। তাই সংস্কারের নাটক না করে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কর্মশালার বিকালের পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর মোর্শেদ হাসান, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, ফজলুর রহমান খোকা প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডা. মওদুদ আলমগীর পারভেজ ও সুলতান সালাহউদ্দীন টুকু এবং বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সাবেক সংসদ সদস্য, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাইবান্ধা জেলার ৭টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে বিএনপির ইফতার মাহাফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা

রূপসা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্যার্তদের সহায়তায় ৩ কোটি ৯৫ লাখ টাকা দিলো বিভিন্ন প্রতিষ্ঠান

চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল স্থাপনের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

শনিবার সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

বিয়ানীবাজার থেকে অপহৃত কিশোরী শাহপরাণ থেকে উদ্ধার, দুজন গ্রেফতার

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীরা হামলা করলে ব্যবস্থা : কাজী মনির

আন্দোলনে শহীদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে বিএনপি অপপ্রচার করছে : আরাফাত