মোহাম্মাদ রফিকুল ইসলাম ( খুলনা জেলার সংবাদদাতা): খুলনা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে দালালদের সক্রিয়তার অভিযোগ পাচ্ছিলেন তারা।
বুধবার সকালে সেবাগ্রহীতা সেজে অফিসে গেলে কয়েকজন দালাল সরাসরি তাদের কাছে টাকা চান।
তখন দেখা যায়, আনসার সদস্যরাও তাদের সহায়তা করছে। পরিচয় জানতে পেরে একজন দালাল প্রাচীর টপকে পালিয়ে যায়। আব্বাস আলী নামে একজন দালালকে আটক করা সম্ভব হয়েছে।
তাকে ১৫ দিনের জেল দিয়েছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট।তিনি বলেছেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।