শুক্রবার , ৬ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

মোল্লাহাটে তাসের জুয়া বেপরোয়া: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন চলছে আসর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ৬, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা ) : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তাসের জুয়া এখন এক ভয়ানক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। চাঁদেরহাট মাদ্রাসার ঘাট, পানিপাড়া, বালার বিটা, এমনকি চাঁদেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা—প্রতিটি এলাকাই যেন পরিণত হয়েছে রাতের আঁধারে জুয়াড়িদের আড্ডাখানায়।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জমে ওঠে অবৈধ এ খেলা, আর এতে বিপথে যাচ্ছে এলাকার তরুণ প্রজন্ম। স্থান পাল্টে চলছে জুয়ার আসর: সরেজমিন অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের একাধিক অভিযানের পরেও বন্ধ হয়নি এই বেআইনি কর্মকাণ্ড। কৌশলে স্থান পরিবর্তন করে বারবার ফিরে আসছে জুয়াড়িরা। চাঁদেরহাট প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গোপনে জুয়া চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় খেলোয়াড়রা।

আচমকা অভিযানে পালাল জুয়াড়িরা: মাদ্রাসার ঘাট এলাকার এক চা দোকানে চলছিল তাসের জমজমাট আসর। হঠাৎ পুলিশের অভিযানে পালাতে গিয়ে টেবিলেই ফেলে যায় নগদ টাকা ও খেলার সরঞ্জাম। কিন্তু, কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রশাসনের নজরদারি অপ্রতুল: স্থানীয়রা বলছেন, পুলিশের অভিযানগুলো একবারই হয়, ধারাবাহিক নয়। ফলে কিছুদিনের মধ্যেই পুরনো চেহারায় ফিরে আসে জুয়া সিন্ডিকেট।

এলাকাবাসীর দাবি, শুধু অভিযানে নয়, চাই নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা। সচেতনদের হুঁশিয়ারি: সচেতন নাগরিকদের আশঙ্কা, এই জুয়ার প্রভাবে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে এলাকায় অস্থিরতা বাড়ছে। তারা প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন—জিরো টলারেন্স নীতিতে অবৈধ জুয়া বন্ধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হোক।

সর্বশেষ - সংবাদ