মোহাম্মদ হাসান (জেলার সংবাদদাতা) লক্ষ্মীপুর
ভাঙ্গনের কবলে লক্ষ্মীপুরের অন্যতম পর্যটক কেন্দ্র খোয়া সাগর দিঘীর পাড়।
গত কয়েকদিনের প্রচুর বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ঘরবাড়ি নদী কবলিত এলাকায় তলিয়ে গেছে।
তার ঐ ধারাবাহিকতায় আষাঢ়ের এই প্রচন্ড বৃষ্টির কারণে লক্ষ্মীপুর দালাল বাজারের অন্যতম পর্যটক কেন্দ্র খোয়া সাগর দিঘীর পাড় ভেঙ্গে পড়ে গিয়েছে।
এ পর্যটক কেন্দ্র লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে মানুষ দেখার জন্য আসে।
এবং তারা এখানে আনন্দ বিনোদন করে এই পর্যটক কেন্দ্রটি লক্ষ্মীপুরের দালাল বাজারের অন্যতম পর্যটক কেন্দ্র হিসেবে মানুষের কাছে সুপরিচিত হয়ে আসছে।
প্রচন্ড বৃষ্টির কারণে আজকে এ পর্যটক কেন্দ্রটি ফাটল হয়ে খোয়া সাগর দিঘির মাঝে চতুর্দিকে পড়ে গিয়েছে।