সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

খুলনায় শ্রমিকদলের বিক্ষোভ,সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ২১, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মহানগর শ্রমিক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নতুন রেল স্টেশন থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে কেডিএ ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, তিনি বলেন, “তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে নিয়ে অপপ্রচারকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

জনগণ সব জানে, কে ইসলামের নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছে, কে সত্যিকারের দেশপ্রেমিক।” তিনি আরও বলেন, “তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন, যা দেশের উন্নয়ন ও সংস্কারে যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেন, কটূক্তি ও ষড়যন্ত্র বন্ধ না হলে সারা দেশে আন্দোলন আরও বিস্তার লাভ করবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান। আরও বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবু বক্কার সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, সরদার আরব আলী, কাজী শহীদুল ইসলাম, জি এম মাহাবুবুর রহমান প্রমুখ।

সর্বশেষ - সংবাদ