মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): রোববার (৩ আগস্ট) বেলা ১১ টায় ৭০ টি ভুক্তভোগী ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগীরা বলেন, আমরা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৭০টি ভূমিহীন পরিবার। ১৯৮০ সাল হতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় হতে বন্দবস্তের মাধ্যমে বৈধ ভাবে লিজকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি এবং উক্ত জায়গায় ঘর নির্মান করে নিয়মিত সরকারী রাজস্ব পরিশোধ করে আসছি।
সম্প্রতি ১৯৯০ সালের একটি দলিল দেখিয়ে আমাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। আমরা মনেকরি, এই ধরণের নোটিশ অন্যায্য ও হয়রানিমূলক। উক্ত দলিলটি আমাদের পূর্ববর্তী সরকারি বন্দবস্তের মাধ্যমে ও দখলকারীগণ অগ্রাহ্য করে; আমাদের দীর্ঘদিনের বসবাস, সামাজিক স্থিতিশীলতা এবং মানবাধিকারকে লংঘন করছে।