মো : হাসান (লক্ষীপুর জেলার সংবাদদাতা): নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া শ্বশুর বাড়ি বেড়াতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিয়া থানার পুলিশ তাকে আটক করে। আটক আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের বাসিন্দা।
তিনি মৃত আবুল কাশেমের ছেলে এবং দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। হাতিয়া থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই গ্রামে তার শ্বশুরবাড়িতে (কালাম হাজীর বাড়ি) আত্মগোপনে ছিলেন তিনি।
পুলিশ জানায়, তাকে গ্রেফতারের সময় আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন বেদন দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তিনি ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলামের জামাতা। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, রাজনৈতিক প্রভাবশালী এই ব্যক্তির গ্রেফতার হাতিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন আলোচনায় নিয়ে এসেছে।