উওম বিশ্বাস (জলঢাকা উপজেলা সংবাদদাতা): নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের চেষ্টা করার সময় তার মোটরসাইকেলটি সামনে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা অপর একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, নীলফামারীর গ্রামীণ সড়কে বালুবোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা রাশেদুলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাক্টরের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।