এম,শাহজাহান, (ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা): ঝিনাইগাতী সীমান্ত থেকে ভারতীয় ৭ হাজার রুপিও একটি মোটরসাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে হলদীগ্রাম সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। শুক্রবার (২২নভেম্বর) ভোরে হলদীগ্রাম ১১০৯ পিলারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নলকুড়া ইউনিয়নের উত্তর হলদীগ্রামের আব্দুল্লাহর ছেলে মো: মোজাম্মেল হক (২৪) ও মৃত কাজলের ছেলে বিল্লাল হোসেন (২২)।
হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সুত্রে জানা গেছে, ভোরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো,আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি অভিযানিকদল অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় দেহ তল্লাশি করে তাদের কাছে ৭ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।
পরে গ্রেপ্তারকৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।