মোঃ ইউসুফ আলী (মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের, মহিষবাথান মানব সেবা সামাজিক সংগঠন এর উদ্যোগে মহিষবাথান বাজারে ৩০মার্চ ২৯শে রমজান বিকাল ৩:৩০মিনিটে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ঈদের খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ নকিব ইসলাম (নুর আলম),
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ রফিকুল ইসলাম অকুল,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ মাসুদুর রহমান মাসুদ,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ মিজানুর রহমান মিজান,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ আশিকুর রহমান গোলাম মওলা,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ আব্দুল আলীম,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ আবু তুরাফ রাব্বী,
সহ- প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ স্বাধীন,
সভাপতিঃ মোঃ মাসুদুর রহমান মাসুদ,
সিনিয়র-সভাপতিঃ মোঃ সম্রাট,
সাধারন সম্পাদকঃ মোঃ লিয়াকত আলী,
সহ-সাধারন সম্পাদকঃ মোঃ রাজীব মাহমুদ,
সাংগঠনিক সম্পাদক মোঃ তাওহিদ,
কোষাধ্যক্ষঃ মোঃ মোতালেব ও মহিষবাথান মানব সেবা সামাজিক সংগঠন এর সদস্যবৃন্দ ।
মহিষবাথান মানব সেবা সামাজিক সংগঠন এর ঈদের খাদ্য সামগ্রীতে চাউল,ডাল,চিনি,পিয়াজ,সেমাই,দুধ,সাবান,আলু,সয়াবিন তেল,চিপস্ ইত্যাদি ছিল ৷ ঈদের খাদ্য সামগ্রী হাতে পাওয়ার পর অসহায় গরীব মানুষের মুখে ফুটেছে হাসি ৷
তাদের এই মুখের হাসিতে দেখা গেছে তাদের চোখে জ্বলও তবে সেটা দুঃখের জ্বল নয় এই জ্বল যে তাদের খুশীতে আত্তহারার জ্বল, কারন অনেক ঈদ উপলক্ষে ভাল খাবার কেনার সামর্থ্য নেই ৷ মহিষবাথান মানব সেবা সামাজিক সংগঠনের এই ঈদ সামগ্রী হাতে পেয়ে যেন তারা ঈদ-উল ফিতরের চাঁদ টাই হাতে পেয়েছে ৷
তাদের এই অরাজনৈতিক মহিষবাথান মানব সেবা সামাজিক সংগঠনটি মানুষের সেবায় নিয়োজিত থাকবে সব-সময় ৷