মোঃ দুলাল (গাইবান্ধা জেলা স্টাফ রিপোর্টার): গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) বিকেলে। নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানায়, রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
রোববার বিকেলে জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং পরে মারামারি বাধে। এই সংঘর্ষের এক পর্যায়ে, প্রতিপক্ষের লোকজন রুহুল আমিনকে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে মারা যান।
এই ঘটনায় পুরো গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান জানান, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যা ঘটেছে।
নিহতের পরিবার অভিযোগ জানিয়েছেন। তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”