মোঃ ইউসুফ আলী(মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা): মাটি ও মানুষের নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু ৷ মাদারগঞ্জ উপজেলার একজন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের হাতে গড়া জিয়ার সৈনিক।
নব্বই দশক থেকে ২০১৮ সাল পর্যন্ত দলকে যা দিয়েছে এবং দলের জন্য যা হারিয়েছে বর্তমানে সিনিয়র অধিকাংশ নেতা কর্মীরা তা স্বীকার করে ৷
ফায়েজুল ইসলাম লাঞ্জু, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের একজন অগ্রসেনানী, পরীক্ষিত নেতা ও ত্যাগী কর্মী তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি শুধু একজন পদপ্রার্থী নন—তিনি হচ্ছেন দলের দুর্দিনের সাহসী কণ্ঠস্বর, ত্যাগ ও নেতৃত্বের প্রতীক।
ফায়েজুল ইসলাম লাঞ্জু,দলের প্রতি তার অগাধ ভালোবাসা, নেতৃত্বের দৃঢ়তা এবং জনতার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের মাধ্যমে তৃণমূলের আস্থা অর্জন করেছেন।
মাদারগঞ্জ উপজেলা বিএনপি একটি গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে, যেখানে একজন অভিজ্ঞ, দক্ষ এবং ত্যাগী নেতার নেতৃত্ব একান্ত প্রয়োজন। সেই প্রেক্ষাপটে তার মতো প্রাজ্ঞ নেতা আবারো সভাপতি পদে নির্বাচিত হওয়া সময়ের অনিবার্য দাবি বলে মনে করেন মাদারগঞ্জ উপজেলা বি এন পি এর নেতীবৃন্দরা ৷